অনেকদিন অপেক্ষার পর আজ চলেই গেলাম গোলাপ গ্রাম খ্যাত সাদল্লাপুর

ঢাকার পাশেই এত সুন্দর একটি গ্রাম না দেখলেই নয়।
শহুরে কোলাহল ছেড়ে একটু সস্তি মুক্ত বাতাস। ফুলপ্রেমীদের অবশ্যই ভাল লাগবে। নিরিবিলি পরিবেশ চারিদিকে ফুলের রানীদের ছড়াছড়ি।

যেভাবে যাবেন: মিরপুর ১ নাম্বার বেরিবাধ, দিয়াবাড়ি ঘাট থেকে ট্রলারে যায় সাদল্লাপুর গ্রামে। সাভার বিরুলিয়া হয়েও যাওয়া যায়।

নোট:
*ফুলের বাগানে প্রবেশের পূর্বে অনুমতি নিবেন। আর বাগানে আইল ছাড়া ভিতরে ডুকবেন না।
*তাদের থেকে বলে ফুল কিনতে পারেন খুব কম মূল্যে।
*খাবার পানি নিয়ে যাবেন।
*২ টা হোটেল ছাড়া খাবার তেমন ব্যবস্থা নেই।

Post Copied From:Ujjal Taher>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.