ঢাকার পাশেই এত সুন্দর একটি গ্রাম না দেখলেই নয়।
শহুরে কোলাহল ছেড়ে একটু সস্তি মুক্ত বাতাস। ফুলপ্রেমীদের অবশ্যই ভাল লাগবে। নিরিবিলি পরিবেশ চারিদিকে ফুলের রানীদের ছড়াছড়ি।
যেভাবে যাবেন: মিরপুর ১ নাম্বার বেরিবাধ, দিয়াবাড়ি ঘাট থেকে ট্রলারে যায় সাদল্লাপুর গ্রামে। সাভার বিরুলিয়া হয়েও যাওয়া যায়।
নোট:
*ফুলের বাগানে প্রবেশের পূর্বে অনুমতি নিবেন। আর বাগানে আইল ছাড়া ভিতরে ডুকবেন না।
*তাদের থেকে বলে ফুল কিনতে পারেন খুব কম মূল্যে।
*খাবার পানি নিয়ে যাবেন।
*২ টা হোটেল ছাড়া খাবার তেমন ব্যবস্থা নেই।
Post Copied From:Ujjal Taher>Travelers of Bangladesh (ToB)