শীতের টাঙ্গুয়ার হাওর

প্রকৃতি ঃ- কবি সুফিয়া কামাল বলেছেন শীত প্রকৃতিকে দেয় রুক্ষতার রূপ। (সম্ভবত কবি তাহিরপুর বেড়াতে যান নি, গেলে নিশ্চই বলতেন শীত আমাকে অনেক কিছু দিয়েছে, আমি শীতকে কিছুই দেই নি ভ্যাসিলিন ছাড়া)। যাকে ভালবাসলে আনন্দ ও প্রেম পাওয়া যায় তাই হল প্রকৃতি।
উপভোগীয় স্থান ঃ-
ভ্রমণ বলতেই আনন্দ। কিন্তু মজাটা তো ভিতরে, চলুন আমরা ভিতরে যাই। প্রথমেই দুইপাশে অপরূপ গ্রামের মধ্য দিয়ে মোটরবাইকে করে, মেঘালয় বিস্তীর্ণ পাহাড় দেখে দেখে, ধূ ধূ মরুভূমির মতো বিশাল বালুচর পেরিয়ে পৌছে গেলেন জাদুর নদী জাদুকাটায়, নদীর পানি আয়নার মতো স্বচ্ছ। নিজের বাস্তব প্রতিবিম্ব এইবার ল্যাবে না জাদুকাটাতেই দেখবেন। ট্রলার দিয়ে নদী পার হলেই পাবেন বারিক্কাটিলা, পাহাড়ের উপরে উঠলেই আপনার চোখে ভেসে উঠবে প্রকৃতির আসল মিলন, যেথায় নদী, পাহাড় এমনকি বালুচর থেকে মেঘালয় এক অসাধারণ সৌন্দর্যরূপ ধারণ করে আছ । যেতে মন চাইবে না কিন্তু যেতে হবে শিমুলবাগান, হাইওয়ে রাস্তার মতো ফাকঁ রেখে রেখে বিশাল লম্বা সারি বাধা বাধানো ভূমির সাথে সমান ও সমান্তরালভাবে বেড়ে উঠা শিমুল গাছ। এখানে প্রত্যেকটা গাছের স্ট্রাক্চার একই রকম যা আপনাকে আরেকটা বাড়তি আনন্দ দিবে। তারপর মন শিমুলবাগানে রেখেই চলে যাবেন বড়ছড়া এখানে পৌছে মোটর সাইকেলের কাজ শেষ। বড়ছড়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে হাটতে হাটতে চলে যাবেন নীলাদ্রী। এখানে পাবেন বাংলাদেশের বান্দরবান, পাহাড়ের উপর থেকে দেখতে পাবেন সূর্যাস্ত। নীলাদ্রী লেকের মায়াবী টান, আর সন্ধার পরপরই ওপার বাংলার সোডিয়ামের অালো আপনাকে যে অনুভূতি দিবে, সেই অনুভূতি আদু ভাই অক্সফোর্ডে চান্স পাইলে পাবে না। অবশেষে এই স্ট্যাটাসে রাত হয়ে গেল। আপনি তো অবশ্যই গাধা না, আপনাকে বিশ্রাম নিতে হবে। বিশ্রামটাও যদি হয় আনন্দঘন তবে জীবনে আর কিছু প্রয়োজন নেই। বিশ্রামটা আনন্দের তখন হবে যদি আপনি নৌকায় রাত্রিযাপনের ব্যবস্থা করেন, নীলাদ্রী থেকে নৌকা করে দুই ঘন্টায় পৌছাবেন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে। যাওয়ার সময় দেখতে পাবেন মিটিমিটি তারার আলো (চাইলে গুনতে ও পারবেন) যা প্রকৃতিকে করবে ধূসর কালো, পাবেন দূরের গ্রাম থেকে জ্বলে ওঠা বাল্ব, আর ওপার বাংলার সোডিয়ামের বাল্ব তো আছেই। হাওরের চরে নৌকা ভিড়িয়ে BBQ PARTY বা যার যা ইচ্ছা করতে পারেন। অার ভোর সকালে উঠেই ওঠেই ওয়াচ টাওয়ার থেকে উপভোগ করতে পারবেন সূর্যোদয়।তবে হ্যা আপনি যদি নীলাদ্রী লেকের সৌন্দর্য উপভোগ করতে চান আর রাত্রিযাপন করতে চান তবে আপনাকে অবশ্যই নৌকা রেডি রাখতে হবে। তা না করলে আপনাকে আবার তাহিরপুর উপজেলায় ব্যাক করতে হবে, যা অবশ্যই কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ । নৌকা কোথায় পাওয়া যাবে, বা কোথায় আসবে, কীভাবে পৌছতে হবে তা স্থানীয় লোকদের সহায়তা নিতে পারেন। ওই এলাকার মানুষগুলা খুব ফ্রী মাইন্ডেড।
যেভাবে যাবেন ঃ-
পৃথিবীর যেকোন প্রান্ত থেকে সুনামগঞ্জ নতুন ব্রীজ, পরে লেগুনা বা মোটরবাইক করে যাওয়া যায়। তবে মোটরবাইক বেটার হবে। লেগুনায় গেলে আপনি মিস করবেন মেঘালয়ের বিস্তৃত পাহাড়গুলো। আর গ্রামের অপরূপ দৃশ্য । একটি মোটরবাইকে করে সবই স্পট ঘুরে দেখতে পারবেন শুধু টাঙ্গুয়ার হাওর ছাড়া। মোটরবাইক সাথে রেখেই আপনাকে সবগুলা স্পট ঘুরে দেখতে হবে, বাইক ছাড়লে আপনাকে পস্তাতে হবে। কেননা অন্য স্পটে গেলে বাইক ভাড়া বেশী চাইবে।
খরচ ঃ- একটা বাইকে ২ জন করে। যদি আপনি কোন স্পট না ঘুরে ডিরেক্ট নীলাদ্রী চলে যান তবে ভাড়া মাথাপিছু ১৫০ টাকা আর স্পটগুলা ঘুরে ঘুরে গেলে দিতে হবে ২০০-২৫০ টাকা। আর রাত্রিযাপনের জন্য নৌকা লাগবে ৩৫০০-৪০০০ টাকা। নিজেরা রান্না করতে না পারলে নৌকার মাঝিকে বললে রান্না করে দিবে তবে এর জন্য কোন চার্জ লাগবে না যদি আপনি নৌকা কনর্ফাম করার আগে বলেন যে রান্না করে দিতে হবে।
বি ঃ দ্রঃ সকল আনন্দের মূল আনন্দ হল রাতে। রাতে না থাকলে ভ্রমণ পরিপূর্ণ নাও হতে পারে। যদি আপনি রাতে থাকেন তবে ভ্রমণ শেষে খোদার কাছে প্রার্থনা করবেন আপনাকে কচ্ছপের হায়াত দেওয়ার জন্য।

Post Copied From:Hussain Himu>Travelers of Bangladesh (ToB)

নদীটির নাম জাদুকাটা নদী

ভারতের মেঘালয় পাহাড় থেকে উৎপত্তি হওয়া জাদুকাটা নদীটি সুনামগঞ্জের একটি অপরূপ নদী। জাদুকাটা নদীর স্বচ্ছ নীল জল এতটাই স্বচ্ছ যে নদীর তীর থেকেই আপনি নদীর তলদেশ দেখতে পাবেন। নদীতীরে সবখানেই বড় পাথরখণ্ডের সাথে দেখা মিলবে আপনার। জাদুকাটা নদী থেকে বেশকিছু খালের সৃষ্টি হয়েছে যেগুলো সুরমা নদীতে মিলিত হয়েছে।

নদীটির পাশেই প্রায় ১৫০ ফুট উচ্চতার একটি টিলা রয়েছে। স্থানীয়রা এই টিলাটিকে বারিক টিলা বলে থাকে। এই টিলায় অবস্থিত পিলারের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সীমান্ত নির্ধারণ করা হয়েছে।

জাদুকাটা নদী সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে অবস্থিত। একসঙ্গে টাঙ্গুয়ার হাওর ঘোরার প্রস্তুতি নিয়েই আপনাকে জাদুকাটার উদ্দেশে বের হতে হবে। ঢাকা থেকে সুনামগঞ্জ সরাসরি বাস সার্ভিস রয়েছে। মামুন, হানিফ, শ্যামলী, ইউনিকসহ অনেক বাস এই লাইনে চলে। ঢাকা থেকে সুনামগঞ্জের ভাড়া ৫৫০ টাকা। সুনামগঞ্জ থাকার ব্যবস্থা মোটামুটি। এখানে ৬ জন + টিম যাওয়াই ভালো। সুনামগঞ্জ থেকে তাহিরপুর যেতে হবে। দুইভাবে যাওয়া যায়। লেগুনাতে করে, ভাড়া পার পারসন ৮০ টাকা। বাইকে পার পারসন ১০০ টাকা।
তাহিরপুর যেয়ে নৌকা ভাড়া করতে হবে। নৌকার সাইজ অনুযায়ী ভাড়াও বিভিন্ন। নৌকায় রান্না করে খেতে চাইলে তাহিরপুর থেকে বাজার করে নৌকায় উঠতে হবে। সরাসরি জাদুকাটায় যেতে পারেন। আবার টাঙ্গুয়ার হাওর ঘুরেও জাদুকাটায় যাওয়া যায়। আমার পরামর্শ হবে টাঙ্গুয়ার হাওর ঘুরে টেকেরঘাট রাতযাপন।

টেকেরঘাটে হোটেলে থাকতে পারেন। থাকতে পারেন নৌকাতে। পরদিন লাকমাছড়া, লাইমস্টোন লেক ও টিলা ঘুরে মোটরসাইকেলে চলে যান বারিকটিলা। বারিকটিলা আর জাদুকাটা পাশাপাশি। টাঙ্গুয়ার হাওর ঘুরে মনে ভালোলাগা তৈরি হবে। টেকেরঘাট থেকে জাদুকাটা যাওয়ার পথটুকু সে ভালোলাগার মাত্রা বাড়িয়ে দেবে বহুগুণ আর জাদুকাটা আপনাকে ভালো লাগার স্বপ্নময় জগতে পৌঁছে দেবে!

Post Copied From:Ataul Islam Masum>Travelers of Bangladesh (ToB)