চট্টগ্রাম টু সেইন্ট মার্টিন

প্রকৃতি কেমন সুন্দর তা দেখার জন্য অবশই সেন্ট মার্টিন যাওয়া দরকার।
আর ইলেক্ট্রিসিটি না থাকলে কীভাবে সারভাইভ করতে হয় তা এখানে এসে জানা যায় কারণ এখানে শুধুমাত্র সন্ধ্যা ৬ থেকে রাত ১২ টা পর্যন্ত ইলেক্ট্রিসিটি থাকে অনেক সময় ১১ টায়ও নিয়ে যায় 😁
তাই সন্ধ্যা হলে চার্জার নিয়ে দৌড়াদৌড়ি লেগে যায় ঐ এলাকায়।
সো যারা যাবেন তারা পাওয়ার ব্যাংক বেশি করে নিবেন মোবাইলের ১% চার্জ কি দামি তা এখানে না এসে জানবেন না।
খাবারের মান খুব নীচু (অপরিষ্কার) কারণ ঐখানে তেমন ডেভেলপ হয় নাই 😖
এখানে চট্টগ্রামের মানুষ হলে আলাদা পার্ট নেওয়া যায় অন্য বিভাগের হলে ওরা বেশি দাম চায় 😂
আমরা ঐ ইউনিয়নের মেম্বারের রিজোর্টে ওঠছিলাম সো পার্টেও ছিলাম সবাই ভাবছে আমরা ওনার রিলেটিভ 😂😂
২,০০০-২,৫০০ টাকার ভিতর দুই-তিন দিন স্টেই করা যায় যদি আপনি যদি চট্টগ্রামের হয়ে থাকেন।
আপনাকে চট্টগ্রামের ভাষা বলে ওদের সাথে বারগেইন করতে হবে আর একটা রেস্তরা না দেখে কয়েকটাতে গিয়ে দেখা ভাল।
আমাদের একটাই ডাইলগ ছিল ‘মামু ব্যবসা গরিবে যে বৈইংগার লই আঁরার লই ব্যাবসা ন গইজ্জু’
গ্রুপিং করে ৮-১০ জনের ট্যুরে সবকিছু সস্তায় পাওয়া যায়।
সেন্ট মার্টিনের শিপ জার্নি অসাধারণ যদি না গ্রীন লাইনের শীপ নেন কারণ গ্রীন লাইনে সিগাল নিয়ে মজা আর পুরা শীপ ঘুরে বেড়ানোর মজাটা পাওয়া যায় না, আর অবশ্যই ছেড়া দ্বীপ আর দারুচিনি দ্বীপে যেতে হবে যদি সেন্ট মার্টিনের আসল মজা পেতে চান, যদি আমাদের ভাল সিকিউরিটি থাকত বলিউডের অনেক মুভির শুটিং হয়ত ছেড়া দ্বীপে হত 👌
আর হুমায়ুন আহমেদের বাড়ি ‘সমুদ্র বিলাশ’ ভ্রমণ করতে ভুলবেন না।
আমাদের ট্যূর ছিল দুই রাত একদিনের সেন্ট মার্টিন আর কক্সবাজার আমাদের খরচ পড়ছে মাত্র ২,৭০০টাকা।
সেন্ট মার্টিনে গিয়ে হোটেল বুক করা ভাল ঐখানে গিয়ে বারগেইন করে ৭০০-৮০০ তে নিয়ে আসা যায় নাহয় ১৫০০ টাকা দিয়ে বুক করা লাগবে।

বি-দ্র: এই পোস্টটা করার প্রধান উদ্দেশ্য হল অনেকে মনে করে সেন্ট মার্টিন যাওয়া অনেক কস্টের ইভেন আমাকেও অনেকজন বলছিল ভালভাবে টাকা নেওয়ার জন্য কিন্তু ঐখানে গিয়ে দেখি কাহিনী উল্টা 😂
সো তারা এই পোস্ট পড়ে আশা করি উপকৃত হবেন।

post Copied From:Lightless Zia>Travelers of Bangladesh (ToB)

সেইন্ট মার্টিন্স আইল্যান্ড

নিরিবিলি সমুদ্র বিলাস করতে চাইলে অফসিজনে সেইন্ট মার্টিন্স আইল্যান্ড একটি আদর্শ যায়গা। যারা আমার মত ক্রাউড পছন্দ করেন না একবার হলেও অফ সিজনে ঘুরে আসুন

যেভাবে যাবেনঃ ঢাকা থেকে টেকনাফ অথবা কক্সবাজার, আমি সাজেস্ট করবো কক্সবাজার নেমে সিএনজি দিয়ে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ আসতে, জনপ্রতি ২৫০ টাকা লাগবে। এতে সময় ও কম লাগবে মেরিন ড্রাইভ ও দেখা হয়ে যাবে।

অফ সিজনে টেকনাফ থেকে সেইন্ট মার্টিন যাবার একমাত্র ওয়ে হচ্ছে লোকাল ট্রলার। প্রতিদিন একই সময়ে দুইটা ট্রলার ছাড়ে একই ভাবে সেইন্ট মারটিন থেকে দুইটা ছেড়ে আসে। ওয়েদার খারাপ থাকলে ট্রলার বন্ধ থাকে।

বলে রাখা ভালো এই ট্রলার ভ্রমনে যেই থ্রিল পাবেন সারা জীবন মনে রাখার মত আর সেটা শীপে পাওয়া সম্ভব না, তবে অবশই লাইফ জ্যাকেট সাথে রাখবেন, ট্রলারে যেগুলো দেয় ওইগুলো ভালো কোয়ালিটির না। ভালো সানস্ক্রীন, সানগ্লাস আর একটা ছাতা অবশ্যই অবশ্যই সাথে রাখবেন না হলে রোদে পুড়ে কয়লা হয়ে যাবেন। ভরপেট খেয়ে কখনই ট্রলারে উঠবেন না যাদের সী সিকনেস আছে।

ট্রলার ছাড়ার সময় জোয়ার ভাটার উপর নির্ভর করে তাই সবচেয়ে ভালো স্থানীয় কারো সাথে কথা বলে আসা, কামাল ভাই ট্রলার ঘাটের মাঝি উনার নাম্বারঃ 01615174067

পশ্চিম বীচের কিছু রিসোর্ট সারা বছরই খোলা থাকে অফ সিজনে দুই বেড এর রুম ৪০০-৬০০ টাকার মাঝে পেয়ে যাবেন, কিং সাইজ ডাব খেতে পারবেন ৩০ টাকার মাঝে যেটা সিজনে পারবেন না। আমরা বিচের সাথে ড্রিম নাইট রিসোর্টে থেকেছিলাম, ম্যানেজারের নাম জামিল, নাম্বার 01825656326, সারাবছর খোলা থাকে।

BBQ করতে চাইলে বেস্ট অপশন, বাজার থেকে তাজা মাছ কিনে আনা। ফিশারী ঘাটে বিকালের পর প্রচুর তাজা সামুদ্রিক মাছ পাবেন। মাছ কিনে দিলে রিসোর্টেই BBQ এর সব সুবিধা পাবেন। একটা সার্ভিজ চার্জ দিয়ে হয় ওদের । আমরা দুইটা টুনা, একটা স্যমন আর চিকেন দিয়ে করেছিলাম। BBQ জন্য টুনা আর কোরাল বেস্ট, রুপচাদা ফ্রাই করতে পারেন।

ভালো পাওয়ার ব্যাংক সাথে নিবেন, বিদ্যুৎ সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পাবেন, মোটামুটি সব মোবাইলের নেটওয়ার্ক ই পাওয়া যায়।

সেইন্ট মার্টিনে কমপক্ষে দুই রাত না থাকলে আসল মজা পাওয়া যায় না, দ্বিতীয় দিন ছেড়া দ্বীপ গিয়েছিলাম সাইকেলে করে ঘণ্টা প্রতি ৩০টাকা , আমাদের আছে পাশে মাত্র ২-৩ টা গ্ররুপ ছিলো, সন্ধার পর পুরো সী বিচ পুরো ফাকা কোন ক্রাউড নাই কোলাহল নাই এই ফ্লেবার সিজনে কোন দিনই পসিবল না। আর খুব কম খরচে ট্যুর দেয়া সম্ভব। আমাদের ৬ জনের জনপ্রতি ৪২০০টাকা খরচ হয়েছিলো দুইরাত সেইন্টমার্টিন ছিলাম আর একবেলা কক্সবাজার, হাই ফাই খাওয়া দাওয়া, থাকা আর বারবিকিউ সহ। আর অবশ্যই স্টুডেন্ট আইডি/ এনআইডি সাথে রাখবেন, বর্তমানে অনেক চেকিং হয়। মেয়েদের ক্ষেত্রে কোন সমস্যা নেই ১০০ ভাগ সেফ যায়গা। স্থানীয়রা খুব হেল্পফুল।

Post Copied From:Shubhro Akash‎>Travelers of Bangladesh (ToB)