বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

এককথায় অসাধারণ😍
যারা যেতে চান তাদের জন্য ডিটেইলস টা….
চট্টগ্রাম এর একে খান থেকে যেকোন বাসে উঠে চলে যাবেন বাঁশবাড়িয়া বাজার।ভাড়া ৪০-৫০টাকা নিবে।
তারপর ওখানে নামলেই সমুদ্র সৈকতে যাওয়ার ডিরেক্ট সি এন জি আছে।২০টাকা পার পারসন।।।।
শেষ,অল্প খরচে বেশি লাভ😍
একটু বেশিই ভাল্লাগসে জায়গাটা💜
ছবিটা একটু এডিট করা,অরজিনাল টা পাচ্ছিনা।কিন্তু জায়গাটা আসলেই দেখার মতো সুন্দর😍

Post Copied From:নাফিসা আহমেদ‎>Travelers of Bangladesh (ToB)

এক ঢিলে তিন পাখি!

হ্যা মাত্র একদিনেই ঘুরে আসতে পারেন খৈয়াছড়া ঝর্ণা, চন্দ্রনাথ পাহাড় এবং বাশবাড়িয়া সমুদ্র সৈকতে।
যাবার উপায়- রাত ১০:৩০ কিংবা ১১:৩০ এর চট্টগ্রামগামী ট্রেনে উঠে চলে যান ফেনী জাংশন(শোভন চেয়ার -২৪৫), সেখানে থেকে ট্রেনে (২০ টাকা)চলে যান বার তাকিয়া কিছুক্ষন হাটলেই খৈয়াছড়া যাবার পথ পেয়ে যাবেন, সেখান থেকে সিএনজি(২০ টাকা) র মাধ্যমে মেই রোডে আসুন, বাস কিংবা লেগুনায়(৩০) সীতাকুণ্ড বাজার, ওখান থেকে সিএনজি(২০) তে চন্দ্রনাথ পাহাড়ে পৌছে যান। ওটা দেখা শেষ হলে আবার সিএনজিতে(২০) বাজারে ফিরে আসুন, ওখান থেকে লেগুনায়(২০) বাশবাড়িয়া বাজার আর সেখান থেকে সিএনজি(২০) তে সমুদ্র সৈকতে চলে যান,আবার বাজারে ফিরে আসুন সিএনজিতে(২০), বাসে চট্টগ্রাম(৩০) পৌছে ওখান থেকে ঢাকার ট্রেনে(২৫০) উঠুন।

খাবারের খরচ আপনাদের উপর নির্ভর করে। তবে ১২০০ টাকা এনাফ সব সহ।
Post Copied From:Gowrab Das Dip‎>Travelers of Bangladesh (ToB)