মিঠামইন হাওর

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বিশাল এলাকা জুড়ে আছে এই হাওড়, চাইলে নৌকা কিংবা ট্রলার করে ঘুরতে পারবেন আর দেখবেন হাওর এর অপরূপ দৃশ্য।

যে ভাবে যাবেন

ঢাকা আবদুল্লাপুর থেকে কিশোরগঞ্জগামী অনেক বাস ছেড়ে যায়, ভাড়া সিমিত,দূরত্ব ৯৮ কিলোমিটার। যেতে সময় লাগবে ৪ ঘন্টা,। আপনাকে নামতে হবে কিশোরগঞ্জ শহরে সেখান থেকে মিঠামইন হাওর বাস কিংবা সিএনজি করে যেতে পারবেন।

Post Copied From:Rohul Amin‎>Travelers of Bangladesh (ToB)

নিকলী হাওর, কিশোরগঞ্জ

আমায় ডেকো না.. ফেরানো যাবে না ফেরারী পাখিরা কুলায় ফেরে না…
এই দৃশ্য দেখতে হলে ঘুরে আসতে পারেন…(পানি নেমে যাচ্ছে)
স্থানঃ নিকলী হাওর, কিশোরগঞ্জ ।
যেভাবে যাবেনঃ ঢাকা – ভৈরব – সরারচর – হিলচিয়া – দৌলতপুর।
এই রাস্তা হচ্ছে দৌলতপুর টু ছাতিরচর

Post Copied From:Rakibul Islam Bijoy>Travelers of Bangladesh (ToB)