আজমীর শরীফ, রাজস্থান

হযরত খাজা মইনুদ্দিন চিশতি (র:) এর মাজার যা খাজা বাবার মাজার নামে বেশি পরিচিত। জাতি ধর্ম নির্বিশেষে প্রতি বছর লক্ষ লোক এখানে আসে। ১১৯৪ সালে হিন্দু রাজা পৃথিরাজ চৌহান কে মুহাম্মদ ঘুরী তরাইনের যুদ্ধে পরাজিত করার পর ইসলাম ধর্ম প্রচারের জন্য খাজা মইনুদ্দিন চিশতি (র:) আজমীর গমন করেন। প্রতি বছর ১-৬ রজব তার ওফাত দিবসে এখানে ওরশ অনুষ্ঠিত হয়।
কলকাতা বাস/ট্রেন/এয়ার এ আসবেন; কল্কাতা হতে ট্রেনে আজমীর ৩৪ ঘন্টা লাগবে (অনন্য এক্সপ্রেস) অথবা কলকাতা টু জয়পুর এয়ারে এসে ট্যাক্সিতে আজমির ১২৫ কিমি (জয়পুর হতে আজমির বাস ৪ ঘন্টা লাগে) অথবা দিল্লি এয়ারে/ট্রেনে এসে দিল্লি হতে আজমির ট্রেন যায় ৫ ঘন্টা লাগে। থাকার জন্য আজমিরে অনেক মধ্যম মানের হোটেল আছে। আজমিরে পাহাড়ি লেক আনা সাগর ঘুরতে ভুলবেন না, জয়পুর হতে আজমির রোডে গেলে মরুভূমির মত পরিবেশ দেখবেন।

Post Copied From:A Al Mamun Rony‎>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.