রিজার্ভ সাইতা, বান্দরবন

নামকরণঃ রিজার্ভ ফরেস্টে অবস্থিত হওয়ার কারণেই নাকি এই নামকরণ (গাইড জেমসন দা এর ভাষ্যমতে).

রনিন পাড়া থেকে মাত্র ৩০-৫০ মিনিট ট্রেকিং করলেই এই ঝর্ণার দেখা পাওয়া যায়। তবে যাওয়ার পথে ফরেস্টের অংশটা পাড় হওয়ার সময় কিছু জায়গা একটু খাড়া এবং পিচ্ছিল, গ্রিপ পাওয়া কঠিন। আর পিঁপড়া আছে বেশ জংগলে! জংগল পাড়ি দিয়েই ঝিরিপথ পড়বে। ঝিরিপথ অল্প হলেও বেশ সুন্দর! জেমসন দার ভাষ্যমতে আগে নাকি কোন ট্রাভেলার ঐদিকে যাননি। যদিও আমি মনে করি কেউ না কেউ অবশ্যই গিয়েছেন হয়তোবা গোপন রেখেছেন অথবা প্রকাশ করলেও তা চোখ এড়িয়ে গেছে। যাই হোক, অল্প কষ্টে এতো সুন্দর একটা সাইতারের দেখা পাওয়া আসলেই সৌভাগ্যের!

কিভাবে যাবেন- বান্দরবন-রোয়াংছড়ি-রনিনপাড়া-রিজার্ভ সাইতার।

Leave a Reply

Your email address will not be published.