নাইনিতাল লেক

নাইনিতাল লেক, সমুদ্রপৃষ্ঠ থেকে 6,358 ফিট উচুতে অবস্থিত।ঘোরার জন্য অসাধারন একটি জায়গা।এখানে বছরের পুরটা সময় খুবই আরামদায়ক আবহাওয়া বিরাজ করে।আমরা এপ্রিলের গরমের সময় গিয়েছিলাম তবুও সাথে করে গরম কাপড় নিয়ে যাওয়া লাগসিলো।এখানে দিনে সাধারন তাপমাত্রা আর রাতে হালকা শীত।
যেভাবে যাবেনঃকলকাতা থেকে কাঠগুদাম ট্রেনে।কাঠগুদাম থেকে নাইনিতাল বাসেও যেতে পারেন আবার টেক্সিতেও যেতে পারেন।, সমুদ্রপৃষ্ঠ থেকে 6,358 ফিট উচুতে অবস্থিত।ঘোরার জন্য অসাধারন একটি জায়গা।এখানে বছরের পুরটা সময় খুবই আরামদায়ক আবহাওয়া বিরাজ করে।আমরা এপ্রিলের গরমের সময় গিয়েছিলাম তবুও সাথে করে গরম কাপড় নিয়ে যাওয়া লাগসিলো।এখানে দিনে সাধারন তাপমাত্রা আর রাতে হালকা শীত।
যেভাবে যাবেনঃকলকাতা থেকে কাঠগুদাম ট্রেনে।কাঠগুদাম থেকে নাইনিতাল বাসেও যেতে পারেন আবার টেক্সিতেও যেতে পারেন।

Post Copied From:Syed Rakib>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.