এ যেন এক স্বপ্নের জায়গা

লাদাখ যেন এক স্বপ্নের জায়গা! এখানকার প্রকৃতি,পাহাড়, হাইওয়ে আর আকাশ আপনাকে কাছে টানবে সেই সাথে লাদাখের বিভিন্ন মনেস্ট্রিগুলোর নির্মাণশৈলী আপনাকে অবাক হতে বাধ্য করাবে! অসাধারণ কিছু লেক, নুব্রাভ্যালীর বালুর রাজ্যে বিলুপ্তপ্রায় দুই কুঁজওয়ালা উটের পিঠে চড়ার আনন্দ আর ভারতের শেষ প্রান্তের পাকিস্তান বর্ডারের কাছে টুরটুক গ্রামের সৌন্দর্য আপনাকে পৌঁছে দেবে ভাল লাগার এক ভিন্ন জগতে!
যাওয়ার সবচেয়ে উপযোগী সময় জুন-অক্টোবর। আর নভেম্বর থেকে বরফ পড়া শুরু হয়ে যাওয়াতে গাড়ির রাস্তা বন্ধ হয়ে যায় তাই তখন লাদাখ যেতে হলে air ব্যবহার করে যাওয়া যাবে।
ঢাকা-কলকাতা-জম্মু-শ্রীনগর-কার্গিল-লেহ
বাই air এ গেলে কলকাতা থেকে লেহ।

ছবি: ডিস্কিট মনেস্ট্রি,ডিস্কিট,লেহ,লাদাখ।
(লাদাখের সবচেয়ে বড় মনেস্ট্রি।)

Leave a Reply

Your email address will not be published.