Top of Nohkalikai Waterfall

যারা ভারতে চেরাপূঞ্জি ঘুরতে যান তাদের কাছে অন্যতম দশর্ণীয় স্থান হচ্ছে “নোহকালিকায় জলপ্রপাত” । এটি ভারতে সর্ব উঁচু জলপ্রপাত যার উচ্চতা ১১১৫ ফিট । সাধারনত অনেক দূরের ভিউ পয়েন্ট থেকে ই এই জলপ্রপাত দেখতে হয় । কিন্তু ইউটিউবে ভিডিও দেখলাম যে এই জলপ্রপাতে “আপ স্ট্রিমে” যাওয়া যায় । খোঁজ খবর নিয়ে জানতে পারলাম নভেম্বের আগে নোহকালিকায় এর টপে যাওয়ার রাস্তা অফ থাকে। আমরা ২রা ডিসেম্বরের ,২০১৭ তারিখে নোহকালিকায় এর টপে যাই ,সাথে বোনাস হিসেবে পেয়ে যাই “তালাই” নামক অসম্ভব সুন্দর একটি জলপ্রপাত। টপে যাওয়ার শুরু দিকে সহজ ট্রেকিং কিন্তু শেষের দিকে গর্তের ভিতর দিয়ে যেতে হয় যেখানে সামান্য রিস্ক রয়েছে। ট্রেকিং করে নোহকালিকায় এর টপে যেতে আমাদের সময় লেগেছিলো প্রায় ১ ঘন্টা ।

যেভাবে যাবেন : ঢাকা>সিলেট>তামাবিল>ডাউকি>চেরাপুঞ্জি>নোহকালিকায় এর টপ

যা যা লাগবে : ডাউকি পোর্ট দিয়ে ভারতে ভিসা

খরচ: ডাউকি থেকে রিজার্ভ সুমো/জীপ ৩০০০-৩৫০০ রুপি তে চেরাপুঞ্জি, চেরাপুঞ্জি থেকে রিজার্ভ সুমো/জীপ ১০০০ রুপি নোহকালিকায় এর কাছাকাছি , টিকেট জনপ্রতি ৫০ রুপি , গাইড ১০০০ ( আমারা অন্য একটা জলপ্রপাতে গিয়েছিলাম তাই গাইড খরচ বেশি হয়েছে )।

Post Copied From:Rakib Apo>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.