লেকের নীল পানির ঢেউ খেলানো দৃশ্য দেখতে দেখতে সারাটাদিন কাটিয়ে দেওয়ার মত একটা প্লেইস হল বেরাইন্না লেক

এই নামে এখানে একটা ক্যাফেও আছে। খোলামেলা আর পাহাড় নদীর সমাবেশপূর্ণ এই পরিবেশে দুটা ডাল ভাত খেয়েও শান্তি পাওয়া যায়!

এইরকম একটা পরিবেশে রেস্টুরেন্ট দেওয়ার মত পরিকল্পনা করাটা চরম বুদ্ধিদীপ্ত মানুষের বুদ্ধির প্রতিফলন মাত্র!
এছাড়া কর্মচারীদের ব্যবহারও যথেষ্ট ভাল ও আন্তরিক।

যেভাবে যাবেনঃ

চট্টগ্রামের বহদ্দার হাট বাস টার্মিনাল থেকে ৬৫ টাকা ভাড়া তে কাপ্তাই নতুন বাজার যাবেন। এরপর অইখান থেকে রিসার্ভ সি এন জি নিয়ে সোজাসুজি বেরাইন্না লেকে… । 🙂 সি এন জি রিসার্ভ করলে আপ ডাউন কমপক্ষে ৫০০ পড়বে যদি আলাদা আলাদা সি এন জি নিবেন।

খুবই সুন্দর জায়গা!! আপনারা যারা এখনো যান নি তারা ঘুরে আসুন।

Post Copied From:রত্নম অর্জুন‎>Travelers of Bangladesh (ToB)