ডাকবাংলো, তেতুলিয়া, পঞ্চগড়, বাংলাদেশ

১৬-১১-২০১৭
ডাকবাংলো, তেতুলিয়া, পঞ্চগড়, বাংলাদেশ
সময় সকাল ৭:৩০
#সুবহান_আল্লাহ!
হিমালয়ের অন্যতম (সম্ভবত ৩য়) উচ্চতম পর্বতশ্রেনির নাম কাঞ্চনজঙ্ঘা। প্রায় ৫ টি সুউচ্চ পর্বত নিয়ে এর গঠন। ভারত-নেপাল সীমান্তে অবস্থিত এই ঐশ্বরিক, নান্দনিক ও দানবীয় সুন্দরকে আকাশ পরিষ্কার থাকা স্বাপেক্ষে বছরেত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাও, নীলফামারি, লালমনিরহাট থেকে দেখা যায়।
সূর্যের অবস্থা ও আলোর প্রতিফলন স্বাপেক্ষে দিনের একেক সময় এটা একেক রূপে প্রস্ফুটিত হয়।
আমি যেভাবে এসেছি:
রাত ৮ টার দ্রুতযান ট্রেনের শোভন চেয়ারে (ভাড়া ৪৬৫/-) দিনাজপুর,
টার্মিনাল থেকে গেটলক (সাদা পতাকা, ভাড়া ১৩০/-) বাসে পঞ্চগড়,
লোকাল বাসে (ভাড়া ৫০/-) তেতুলিয়া।
থাকার জায়গা:
তেতুলিয়া ডাকবাংলো (২টি; ইউএনও স্যারের অনুমতি নিয়ে থাকতে হবে)
[* উপজেলা নির্বাহি অফিসার:
জনাব সানিউল ফেরদৌস (01770-008187)
* পুরাতন ডাকবাংলোর কেয়ারটেকার:
জামাল ভাই (01755-349131)
* নতুন ডাকবাংলোর কেয়ারটেকার:
শাহিন ভাই (01751026225)]
সীমান্তের পাড় হোটেল
ম্যানেজার জামিল ভাই (01750-455267)
এখানে চাইলে আলোচনা স্বাপেক্ষে নামমাত্র ভাড়ায় ক্যাম্পিং করতে পারবেন। হোটেলের উঠানে ও সামনে মাঠ আছে। ওয়াশরুমের ব্যবস্থা আছে।
** ব্যক্তিগত ক্যাম্পিং গিয়ার/তাঁবু আনতে হবে
আরো যা দেখবেন:
বাংলাবান্ধা জিরো পয়েন্ট, শালবাহান, মিনা বাজার, আনন্দধারা, মহানন্দা নদী, পঞ্চগড় সদরের রক মিউজিয়াম (দেশের একমাত্র) ও ঐতিহাসিক ভিতর গড়, মহারাজার দীঘি।
সাথে অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য্য!
** বাস-ট্রেনের টিকিট ও হোটেলের রুমে হাহাকার চলছে।
** ভালো ঠান্ডা পড়েছে।
** এলাকার মানুষগুলো খুব ভালো।

Post Copied From:Jubair Abdullah‎>Travelers of Bangladesh (ToB)