অল্প সময়ে সল্প খরচে ঘুরে আসুন বাংলার প্রত্নতাত্ত্বিক শহর ময়মনসিংহ জেলায়…

★ যা যা দেখবেন:-
মুক্তাগাছা জমিদার বাড়ি
শশী লজ
আলেকজান্ডার ক্যাসেল
শিল্পচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা
ব্রক্ষপুত্র নদ
কৃষি বিশ্ববিদ্যালয়- আমি সময় পাইনি তাই যেতে পারিনি
Mymansing girls cadet college- না, এদিকে একদম নয়..😂

★★যেভাবে যাবেন-
ট্রেন- তিস্তা এক্সপ্রেস
সকাল ৭:৩০, ভাড়া ১৪০ টাকা শো:চেয়ার আর ২৭১ টাকা ১ম শ্রেনী তপানুকুল
অথবা মহাখালী হতে এনা পরিবহণ ভাড়া ২২০টাকা
সময় লাগবে২:৩০-৩ ঘন্টা।

★★ভ্রমন পরিকল্পনা-
মুক্তাগাছা যেতে শহরের টাউন হল মোড়ে আসুন সেখান থেকে ৩০টাকা ভাড়ায় CNG দিয়ে মুক্তাগাছা বাজার যাবেন পরে রিক্সায় জমিদার বাড়ি, ভাড়া ১৫ টাকা।
সময় ৩০ মিনিট
জমিদার বাড়ি ৯-৫টা পর্যন্ত খোলা এবং ১-২ ঘটিকা পর্যন্ত বন্ধ থাকে। সাথে ৩০০ বছরের পুরনো মুক্তাগাছার মন্ডা খেতে ভুলবেন না। প্রতি পিছ ২২ টাকা

তারপর চলে আসুন শহরের টাউন হল মোড়ের কাছেই শশী লজ,ক্যাসেল,জয়নুল আবেদীন পার্ক,নদীর পাড়ে।

ফেরার জন্য তিস্তা ট্রেন পাবেন বিকেল ৫:২০ ঘটিকায়।
সহযাত্রী নারী হলে বাসে আসুন কারন ট্রেনে ভীড় বেশি।এনা বাসের জন্য চলে আসুন মাসকান্দা বাস স্টপে

★★DSLR not allow

পরিশেষে শুভ হোক বাংলার প্রত্নতাত্ত্বিক প্রেমীদের যাত্রা……☺

Post Copied From:MD Mehedi Hasan Khan‎>Travelers of Bangladesh (ToB)